বাঁশখালী সংবাদদাতা , বিডিনিউজ রিভিউজ.কম::চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারার পূর্ব বড়ঘোনা গ্রামের দেব পাড়ায় জায়গার বিরোধের জের ধরে মঙ্গলবার গভীর রাতে মিনু রানী দেব (৩৫) নামে এক গৃহবধূ খুনের শিকার হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কামাল উদ্দিন প্রকাশ ভেট্টাকে আটক করেছে।বুধবার ঘটনাস্থল থেকে থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে বলে দুর্বৃত্তরা বাইরে থেকে ডাক দেয় জ্যোতিষময় দেবকে। ঘরের দরজা খুলতেই দা দিয়ে কোপ দেয় মিনু রানী দেবকে। মিনু রানী ঘটনাস্থলেই প্রাণ হারায়। এখবরে এলাকাবাসী এগিয়ে এলে হত্যাকারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন ও ওসি মো. আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
থানা ওসি মো. আলমগীর হোসেন বলেন জায়গার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী জ্যোতিষময় দেব বাদী হয়ে একজন জ্ঞাতসহ অপরাপর অজ্ঞাত রেখে একটি মামলা করেছেন। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।